reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জুন, ২০১৮

‘নিজেদের নিরাপত্তা আগে নিজেদেরই নিতে হবে’

মলম পার্টি ও ছিনতাইকারীদের নিয়ে যাত্রীদেরও সচেতন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, নিজেদের নিরাপত্তা আগে নিজেদেরই নিতে হবে।

বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানবাহন চলাচল ও যাত্রী পরিবহনসহ সার্বিক বিষয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, পুলিশ এবং হাইওয়ে পুলিশ মিলিয়ে আমরা এনফোর্স করার চেষ্টা করছি। ঢাকা থেকে বেরিয়ে যাবার পথে আমরা যে পুলিশ মোতায়েন করেছি, বিশেষ আয়োজন করেছি, অতিরিক্ত জনবল দিয়েছি। সমন্বিতভাবে আমাদের জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রিজার্ভ পুলিশ সবাই মিলে এখানে ব্যবস্থা নিচ্ছে।

পুলিশ প্রধান আরও বলেন, বিভিন্ন জায়গায় কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে, যাতে অপর সংস্থার সঙ্গে আমরা সমন্বয় করতে পারি। এর বাইরে আমাদের ওয়াচ টাওয়ার আছে, চেকপোস্ট আছে। সব কিছু মিলিয়ে আমাদের যে ব্যবস্থা তাতে মানুষ নির্বিঘে তাদের গ্রামে ফিরতে পারবে।

জাবেদ পাটোয়ারী বলেন, জলাবদ্ধতার কারণে মহাসড়কের সবটুকু অংশ আমরা ব্যবহার করতে পারছি না। পানি দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থা করলে গাড়ি দ্রুত গতিতে যেতে পারবে।

পুলিশ মহাপরদর্শকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, এডিশনাল ডিআইজি আনোয়ার হোসেন, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রমুখ। পরে পুলিশ মহাপরিদর্শক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার উদ্দেশে রওনা দেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিজেদের,নিরাপত্তা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist