বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ৩০ মে, ২০১৮

বাউফলের বেহাল সড়কে ভোগান্তি চরমে

পটুয়াখালীর বাউফলে জনগুরুত্বপূর্ণ বেশকিছু সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে স্থানে সৃষ্ট গর্তের ফলে ভোগান্তির কবলে পড়েছেন রাস্তা দিয়ে চলাচলকারী বিভিন্ন শ্রেনীর জনগন। শিগগিরই সড়কগুলো মেরামত করা না হলে বাউফলের সঙ্গে এ সকল এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা করা হচ্ছে।

দেখা গেছে, উপজেলা পরিষদের সামনের রাস্তা,নাজিরপুর ইউপির বাংলাবাজার থেকে ধানদী বাজার,কালাইয়া ধান হাট,সবুজবাগ,লঞ্চঘাট,কেশবপুর ও ধূলিয়া ইউনিয়নের রাস্তা, কনকদিয়া বাজার থেকে কাছিপাড়া বাজার সহ বেশ কয়েকটি সড়কের বেহাল দশা । সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দের। ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সাধারণ মানুষ ভোগান্তির কবলে পড়েছেন। কনকদিয়া-কাছিপাড়া থেকে বাউফল উপজেলাগামী পণ্যবাহী টমটম, অটোরিক্সা, মটরসাইকেল মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে থাকে। যাত্রীবাহী অটোরিকশা সহ অন্যান্য যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা পেশার কয়েক হাজার মানুষ চলাচল করছেন। সড়কটির বেহাল অবস্থার কারনে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা । রাস্তাটি মেরামতের ৪/৫ বছর যেতে না যেতেই বেহাল অবস্থা রয়েছে বলে স্থানীয় জনগণের অভিযোগ। সড়কটির অধিকাংশ স্থানেই কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। স্থানীয় উদ্যোগে মাঝে মধ্যে বড় গর্ত কাদামাটি দিয়ে ভরাট করলেও সেখানে পূনরায় গর্তের সৃষ্টি হয়েছে। কনকদিয়া ও কাছিপাড়ার সাথে যোগাযোগের একমাত্র সড়কটি অনতিবিলম্বে মেরামতের জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। বাংলাবাজার থেকে ধানদী বাজার, কনকদিয়া বাজার থেকে আনারকলি মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত,ধূলিয়া,কেশবপুর,বাউফল সদর ও কালাইয়া বাজার সড়কে রয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। দীর্ঘদিন ধরে ওই সড়কগুলোর বেহাল দশা হলেও আজ পর্যন্ত কোন সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, কনকদিয়া –কাছিপাড়া সড়কটির এমন বেহাল অবস্থা হওয়ায় এলাকাবাসীকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয় থেকে কাছিপাড়া ও কনকদিয়া বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীঘ এই সড়কটি দিয়ে প্রতিনিয়ত ছাত্র ছাত্রী সহ নানা শ্রেনি পেশার লোকজন চলাচলে ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছে , পাশাপাশি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই সড়কটি। সড়ক মেরামতে কোন পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকার সাধারণ মানুষ।

এব্যাপরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন,কয়েকটি রাস্তা অতিবৃষ্টিজনিত ক্ষতিকর রাস্তা প্রকল্পে অর্ন্তভুক্ত করা হয়েছে আশা করি আগামী অক্টোবর মাসে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেহাল সড়ক,ভোগান্তি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist