reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মে, ২০১৮

হঠাৎ তিস্তায় পানি বৃদ্ধি

সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে। পানি নিয়ন্ত্রণে রাখতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের বেশ কিছু গেট খুলে দেয়া হয়েছে বলে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে। আকস্মিকভাবে পানি বৃদ্ধিতে নদী তীরবর্তী এলাকার উঠতি বেশ কিছু ইরি-বোরো পাকা ধান ও বাদাম ক্ষেত পানিতে ডুবে গেছে।

পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫১.০৫ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হয়। তিনি আরো জানান, এদিন সকালে আকস্মিকভাবে তিস্তার পানি বৃদ্ধি পাওয়া শুরু করে।

অপরদিকে তিস্তা পারের লোকজন জানান, গেল বুধবার রাত থেকে হঠাৎ তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, তিস্তার পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে।

পিডিএসও/মীর হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তিস্তায় পানি বৃদ্ধি,তিস্তা নদী,লালমনিরহাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist