রাজশাহী ব্যুরো

  ২৩ মে, ২০১৮

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরএমপি’র মতবিনিময়

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরে রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ে বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে শুরু হয়ে বেলা ১টায় মতবিনিময় সভাটি শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরএমপি’র অতিরিক্ত কমিশনার মো. সুজায়েত ইসলাম।

এছাড়াও উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, উপ-কমিশনার (বোয়ালিয়া) মোঃ আমির জাফর, উপ-কমিশনার (শাহমখদুম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-কমিশনার (কাশিয়াডাঙ্গা) মোঃ জয়নুল আবেদীন, উপ-কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, মহানগরীর বিভিন্ন বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারী, কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সেক্রেটারীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় চলমান পবিত্র রমজান মাসে রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক রাখা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। নগরীর মার্কেটগুলোতে নিরাপত্তার বিষয়টি যাতে অধিকতর সুনিশ্চিত করা যায় সে ব্যাপারে মার্কেট কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পুলিশের পক্ষ থেকে সে বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম বলেন মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপি সর্বাত্মক কাজ করে চলেছে এবং মার্কেটগুলিতে পর্যাপ্ত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইনশৃঙ্খলা,আরএমপি,মতবিনিময়,পরিস্থিতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist