reporterঅনলাইন ডেস্ক
  ২১ মে, ২০১৮

বান্দরবানে পাহাড় ধসে ৫ জন নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় পাহাড়ের মাটি ধসে ৫ শ্রমিক নিহত হয়েছেন। পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে তাদের মৃত্যু হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয় সোমবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী মনজয় পাড়ার বড়ইতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ আবু, সোনা মিয়া, জসিম উদ্দিন, নূরুল হাকিম এবং নূর মোহাম্মদ। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা।

ঘুমধুম ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, ৯নং ওয়ার্ডের বড়ইতলী গ্রামে রুপায়ন বড়ুয়ার নিয়োগ করা শ্রমিকরা পাহাড় কাটার সময় মাটিচাপায় ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের উদ্ধারে স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে।

তবে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও সরোয়ার কামাল ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাহাড় কাটার সময় ৬ জন শ্রমিক মাটিচাপা পড়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে প্রশাসন ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানতে পেরেছি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বান্দরবান,পাহাড় ধস,মাটিচাপায় নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist