কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৬ মে, ২০১৮

কুয়াকাটায় মধু মাসে বন্ধু মেলা অনুষ্ঠিত

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় "মধু মাসে বন্ধু মেলা" অনুষ্ঠিত হয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট সেন্টারের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত গান, গল্প আর আড্ডায় সৈকতে জমে উঠে এ বন্ধু মেলা। আয়োজনকারীদের সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের শুরুতেই বন্ধুদের ফ্রেন্ডশিপ ব্যাচ পড়িয়ে বরন করা হয়। পরে কলাপাতায় মৌসুমি ফল একে অপরকে ভাগাভাগি করে এক সাথে বসে খাওয়ানো হয়। রাতে বসানো হয় বাউল গানের আসর।

এছাড়া সৈকতের অস্থায়ী নৌকা মঞ্চে প্রদর্শন করা হয় আম, কাঠাল, লিচু, তাল, তরমুজ, পেপে, পেয়ারা, ডেউয়া, কাজুবাদাম, খেজুর, কলা, জামরুল, ডাব সহ বেশ কিছু দেশীও ফল। এ বন্ধু মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকসহ স্থাণীয় অর্ধশতাধিক বন্ধু অংশগ্রহন করে।

মধু মাসে বন্ধু মেলায় অংশ নেয়া আবুল হোসেন বাজু জানান, এ বন্ধু মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেকের সাথে একত্রিত হতে পেরেছি। খুব মজা হয়েছে। উপভোগ করেছি দেশী বাহারী ফলের। আসা করি এর ধারাবাহিকতা বজায় থাকবে।

কুয়াকাটা পৌর কাউন্সিলর তেফায়েল আহম্মেদ তপু জানান, জৈষ্ঠ মাস আমাদের মধু মাস। এ মাসে অনেক প্রিয় ফল হয়। মধু মাসের ফল বন্ধুদের ভালবাসার মিশ্রনে এ বন্ধু মেলা।

কুয়াকাটা ইলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, গত বছরে বন্ধু মেলা ছোট পরিসরে পালিত করেছি। ফেইসবুকে আমন্ত্রনে এ বছর দেশের বিভিন্ন স্থান থেকে অনেক বন্ধুরা সারা দিয়েছে। আগামীতে এর ধারাবাহিকতা বজায় রাখা হবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মধু,বন্ধু মেলা,অনুষ্ঠিত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist