রাজশাহী ব্যুরো

  ১৯ এপ্রিল, ২০১৮

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে চিকিৎসকের অবহেলায় সুলতানা বেগম (৩০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর লক্ষ্মীপুর এলাকার জেনারেল হাসপাতালে (ক্লিনিক) এ ঘটনা ঘটে। এসময় প্রসূতির স্বজনরা ক্লিনিকটিতে ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত সুলতানা নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার জোহরুল ইসলামের স্ত্রী।

জোহরুল ইসলাম অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার রাতে তার স্ত্রীকে ক্লিনিকটিতে ভর্তি করা হয়। এর পরের দিন বুধবার দুপুরে সুলতানা ছেলে সন্তানের জন্ম দেয়। অপারেশন করেন গাইনি বিশেষজ্ঞ মনোয়ারা বেগম। কিন্তু সিজারিয়ান পর থেকেই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। কিন্তু এসময় মনোয়ারা বেগম এবং ক্লিনিক কর্তৃপক্ষ সুলতানার চিকিৎসায় কোন খেয়াল দেননি। তবে চিকিৎসক মনোয়ারা খাতুন দাবি করেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সুলতানাকে বাঁচানো যায়নি। আর ক্লিনিকটির ব্যবস্থাপক আতাউর রহমান চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন।

এ ব্যাপারে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, ওই ক্লিনিকে ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত প্রসূতির পরিবার মামলা দায়ের করলে তা গ্রহণ করা হবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রসূতির মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist