reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০১৮

কলেজ শিক্ষকের বাসায় চলছিল উত্তরপত্র তৈরি, আটক ৩

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি মোবাইলে তুলে উত্তরপত্র তৈরি করার সময় এক কলেজ শিক্ষকের বাসা থেকে তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টায় বরিশালের উজিরপুর সদর উপজেলায় বিএন খান কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

গ্রেফতার শিক্ষকরা হলেন- মুন্সীর তালুক কলেজের শিক্ষক আবুল কাশেম, রামেরকাঠী কলেজের শিক্ষক সমিরন কুমার ও পরেশ বেপারী।

উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, এইচএসসি পরীক্ষার ব্যবসায় উদ্যোগ ও ব্যবহারিক ব্যবস্থাপনা পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে উত্তরপত্র তৈরি করা হচ্ছে এমন সংবাদ পায় পুলিশ।

তিনি বলেন, কেন্দ্রের পাশে কলেজ শিক্ষক পরেশ বেপারীর বাসায় অভিযান চালিয়ে উত্তরপত্র তৈরিকালে তিন কলেজ শিক্ষককে আটক করা হয়।

এ ঘটনায় আটক শিক্ষকদের বিরুদ্ধে উজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কলেজ শিক্ষক,উত্তরপত্র,তৈরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist