শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ০৫ এপ্রিল, ২০১৮

শ্রীপুরে গান-কবিতায় দুই বাংলার সাহিত্য আড্ডা

কখনো কবিতা কখনো রবিন্দ্র-নজরুল সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা। হল রুম জুড়ে সাহিত্যপ্রেমীদের পিনপতন নিরবতা। এপার-ওপার বাংলার বরেণ্য শিল্পমনাদের পরিবেশনা যেন ভিন্ন এক সন্ধ্যা উপহার দিলেন ‘বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন’। বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা সম্মেলন কেন্দ্রে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতা-বাংলাদেশের নাট্যকার,অভিনেত্রী এবং আবৃত্তিকারদের মিলন মেলায় পরিনত হয়। কলকাতা থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের প্রতিষ্ঠাতা শ্রী রাধাকান্ত সরকার।

সংগঠনের বাংলাদেশের দায়িত্বে থাকা আব্দুস সালাম রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল,শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান,কবি ও সাংবাদিক ইজাজ আহমেদ মিলন,কবি রানা মাসুদ,কলকাতার সিনেমা প্রযোজক ও অভিনেত্রী শ্রী মতি তীপ্ত গুহ,রসিক কবি শ্রী গোবিন্দ্র কুমার পাল,নবেল প্রমুখ। আবৃত্তিকার ইকবাল আহমেদ নিশাতের সঞ্চালনায় বক্তরা কলকাতার বিশ্ব বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন বাংলা সাহিত্যকে বিশ্ব আসরে পৌছে দিতে দুই বাংলার সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে যৌথভাবে কাজ করবেন বলেও জানান।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাহিত্য আড্ডা,গান-কবিতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist