মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০১৮

লাকসামে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

কুমিল্লা জেলা পরিষদের সদস্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এড. আবু তাহের বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনন্তকাল মানুষের মাঝে বেঁচে থাকবেন। তাঁর ৭ই মার্চের ভাষন অনন্তকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে জাতির জনকের গৌরবোজ্জল ইতিহাস জানতে হবে। স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। সম্প্রতি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত পেয়েছে। যখনি আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসে এদেশের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমাদের লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়নের জন্য কাজ যাচ্ছেন জননেতা তাজুল ইসলাম এমপি মহোদয়।

গতকাল শনিবার কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুদাফরগঞ্জ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর, মুদাফরগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান সাহিদুল ইসলাম শাহিন, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সফিকুর রহমান, প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সদস্য সলিমুল্লাহ শাহিন, সামছুল আলম ভূঁইয়া, শাহজাহান পাটোয়ারী, সাবেক সদস্য রিয়াজ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি শাহজাহান সিরাজ, রুহুল আমিন মজুমদার, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক খন্দকার ফরিদুল ইসলামসহ আরো অনেকে। স্কুল শাখার সহকারী শিক্ষক অমর কৃষ্ণ মজুমদারের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: আমির হোসাইন, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এটিএম আলমগীর, মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান মিলনসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পন করা হয়। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধুর জন্মদিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist