রাঙামাটি প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০১৮

রাঙামাটিতে ইউপিডিএফের দুই নেত্রীকে অপহরণ, গুলিবিদ্ধ ১

রাঙামাটিতে ইউপিডিএফের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কুতুকছড়িতে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দু’গ্র“পের সংঘর্ষে ধর্ম সিং চাকমা নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকালে ইউপিডিএফ’র দুই গ্র“পের মধ্যে এ ঘটনা ঘটে। এসময় একই গ্রুপের হিল উইমেন্স ফেডারেশনের দুই নারী নেত্রীকে তুলে নিয়ে গেছে অভিযোগ করেছে সংগঠনটি।

হিল উইমেন্স ফেডারেশনের দুই নারী নেত্রী হলেন- হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমা।

এঘটনায় ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিট এর সংগঠক সচল চাকমা ইউপিডিএফ’র বিদ্রোহী গ্র“পকে (বরমা গ্র“প) দায়ী করেছেন।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সত্যজিৎ বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউপিডিএফ দুই গ্র“পের মধ্যে রবিবার সকাল সাড়ে নয়টার দিকে রাঙামাটির কুতুকছড়িতে এ ঘটনা ঘটে। দুই জন নারী হলেন- মন্টি চামকা ও দয়াসোনা চাকমা।

এঘটনায় গুলিবিদ্ধ ধর্মসিং চাকমাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে। এদিকে, এঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে রাঙামাটি-খাগড়াছড়ি সংযোগ সড়কে বিক্ষোভ করে।

পিডিএসও/তাজ/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাঙামাটি,নারী নেত্রীকে অপহরণ,ইউপিডিএফ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist