reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মার্চ, ২০১৮

বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বরিশাল বিভাগীয় বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদের ডাকে বরিশাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। বুধবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। এর ফলে বরগুনা থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বেনাপোল ও অভ্যন্তরীণ মোট ১৭টি রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটের কারণে সকাল থেকেই জেলার নির্দিষ্ট টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এমনকি আশপাশের জেলাগুলোতেও বাস চলাচল বন্ধ রেখেছেন চালকরা। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। বরগুনা-বরিশাল ও কুয়াকাটা-বরিশাল মহাসড়কে অবৈধ বাস মালিক সমিতির চাদাঁবাজি, বাস চলাচলে বাধা ও মহাসড়কে হাইকোর্টের রায় অনুযায়ী থ্রি হুইলার বন্ধের দাবিতে এই ধর্মঘট চলছে।

ধর্মঘটের বিষয়ে শ্রমিকরা জানান, দিনের পর দিন এভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ফলে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরাজ করে আসছিল। প্রশাসনের কাছে বিভিন্ন সময় এর প্রতিকার চেয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। তাই চাঁদাবাজি বন্ধে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

এছাড়া তিন মাস ধরে বরিশাল ও ঝালকাঠি বাস মালিক সমিতির দ্ব‌ন্দ্বের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চ‌লের ১৭টি রুটের মধ্যে ছয়টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে বাস মালিক সমিতির নেতা সুলতান হোসেন ও আজিজুর রহমান শাহিন জানান, তাদের গাড়ি ঝালকাঠির ওপর দিয়ে চলতে না দেয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বরিশাল,বাস ধর্মঘট,বাস মালিক-শ্রমিক সমন্বয় ঐক্য পরিষদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist