বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ০৭ মার্চ, ২০১৮

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই স্বাধীনতার ঘোষণা’

বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেছেন। ১৯৫২ সাল থেকে শুরু করে ৫৪, ৫৮, ৬২, ৬৬, ৬৯, ৭০ ও ৭১ সালের মুক্তিযুদ্ধসহ সকল ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বরা নেতৃত্ব দিয়েছে। সেই নেতৃত্বের সুফল হিসাবে ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণের কারণেই ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম করে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করছি। আজ বুধবার সকালে পটুয়াখালীর বাউফলে ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও বর্নাঢ্য র‌্যালী শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ, এমপি এ কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউএনও আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ খান সহকারী কমিশনার ভূমি এএফএম আবু ছুফিয়ান, কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, চীফ হুইপ পুত্র রায়হান সাকিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিক।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বাধীনতার ঘোষণা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist