reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

১৬ ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে ফের সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ১১টি বগি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নানও ঢাকায় যাচ্ছিলেন। পরে তাকে একটি প্রাইভেটকারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকায় পাঠায়।

সাখাওয়াত হোসেন বলেন, ‘উপবন এক্সপ্রেস’ রাত ১২টা ৪০ মিনিটের দিকে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়। এরপর সাতগাঁও স্টেশনের আউট সিগন্যালের কাছে ট্রেনটির ১১টি বগি লাইনচ্যুত হয়।

খবর পেয়ে ভোর ৪টায় এসে রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে।

ঘটনার বর্ণনা দিয়ে ‘উপবন এক্সপ্রেসের’ যাত্রী আরিফুল ইসলাম বলেন, ‘রাত ১টার দিকে একটি বিকট আওয়াজ শুনতে পাই। এরপরই দেখি ট্রেনটি লাইনচ্যুত হয়ে গেছে।’

খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে আসেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহ জালাল। উদ্ধার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে উপবন এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলে পুলিশের চারটি টিম মোতায়েন রাখা হয়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট রুট,১৬ ঘণ্টা,ট্রেন চলাচল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist