পটুয়াখালী প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৮

পটুয়াখালীতে বাংলা ইশারাভাষা দিবস উদযাপিত

‘ইশারা ভাষার উন্নয়নে, এগিয়ে যাব প্রতিজনে’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীতে বাংলা ইশারা ভাষাদিবস ২০১৮উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় জেলা সমাজসেবা অধিদপ্তর,পটুয়াখালী ও এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিম মেয়েদের কারিগরি প্রশিক্ষন কেন্দ্র থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিস এর সহকারী পরিচালক, এস.এম শাহজাদা। আরও বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মুহাম্মদ আমিনুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা সমাজসেবাকর্মকর্তা সোহেল পারভেজ ,শহর সমাজসেবা কর্মকর্তা, আ: সালাম, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ফিল্ড- কো-অর্ডিনেটর, অমল কুমার প্রামানিক । স্বাগত বক্তব্য রাখেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর এ.ইকবাল। আলোচকগণ বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইশারা ভাষার প্রয়োজনীয়তা এবং অপ্রতিবন্ধী (বাক্ ও শ্রবন) ব্যক্তিগনও দৈনন্দিন জীবনে নিজের অজান্তে ইশারাভাষা ব্যবহার করার কথা তুলে ধরেন।

ইশারা ভাষা ভাবনা, ব্যবহারের শুরু এবং ইশারা ভাষার বাংলা ও ইংরেজী বর্নমালার কথাও তুলে ধরেন। এছাড়াও স্কুল শিক্ষকদের ইশারা ভাষা প্রশিক্ষনের জন্য পিটিআই পটুয়াখালীতে একজন প্রশিক্ষকের পদ সৃষ্টি বা পৃথকভাবে ইশারা ভাষা প্রশিক্ষনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষন করা হয়। ।র‌্যালী ও আলোচনা সভায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা, বাক্ ও শ্রবন প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলা ইশারাভাষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist