বাগেরহাট প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০১৮

আক্রমণে ৬ গ্রামবাসী আহত

বাগেরহাটে বাঘকে পিটিয়ে হত্যা

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ঘুলিষাখালী এলাকায় খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে আসা একটি বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ সময় বাঘের আক্রমণে ৬ গ্রামবাসী আহত হয়েছে। মঙ্গলবার ভোরে ক্ষুদার্ত রয়েল বেঙ্গল টাইগারটি মোড়েলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

আতঙ্কিত গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লাঠিসোটা নিয়ে বাঘটিকে ঘিরে ফেলে। পরে গ্রামবাসীর পিটুনিতে বাঘটি মারা যায়। বাঘের আক্রমণে গুরুত্বর আহত গুলিশাখালী গ্রামের টুকু দালালের ছেলে মাসুম দালাল (৩০) নাম-পরিচয় জানা গেছে। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো্ হয়েছে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, বনসংলগ্ন ঘুলিষাখালী গ্রামে সোমবার রাতে একটি বাঘ ঢুকে পড়ে। এরপর ওই বাঘটি মঙ্গলবার সকালে গ্রামের লোকজনের উপর হামলা করলে এতে দুজন আহত হয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। গ্রামবাসীর আক্রমণে বাঘ নিহতের খবর পাওয়া মাত্রই ঘুলিষাখালী টহল ফাঁড়ি, ধানসাগর স্টেশন ও বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা ঘটনান্থলে ছুটে যান নিহত বাঘটির মরাদেহ উদ্ধারের জন্য। তবে কেন বাঘটিকে মারা হয়েছে। আর কারা মেরেছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

মাহমুদুল হাসান আরও বলেন, সুন্দরবনসংলগ্ন মোংলার বৈদ্যমারী, কাটাখালী, বুড়বুড়িয়া ও ঘুলিষাখালী এলাকায় বাঘের আনাগোনা বেড়ে গেছে। মাঝেমধ্যে বাঘ এসব এলাকায় ঢুকে পড়ছে। সর্বশেষ ঘুলিষাখালী গ্রামবাসীর আক্রমণে সোমবার সকালে বাঘ নিহতের এ ঘটনা ঘটেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাঘ,বাগেরহাট,পিটিয়ে হত্যা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist