reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘন কুয়াশা এবং দাউদকান্দি টোল প্লাজায় ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে রোববার রাত ৯টা থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা দাউদকান্দি টোল প্লাজা থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার বিস্তৃত। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা।

কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের বাসের চালক মকবুল হোসেন বলেন, সোমবার ভোর ৬টায় কুমিল্লা থেকে রওনা দিয়েছি। সকাল ৮টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তীব্র যানজটে আটকা পড়ে আছি। সকাল পৌনে ১০টা পর্যন্ত দাউদকান্দির গৌরীপুরে আটকে আছি।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, ঘন কুয়াশা ও টোল প্লাজার ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতির কারণে এই যানজটের সৃষ্টি। তবে যান চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে পুলিশ প্রাণপণ চেষ্টা চালাচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যানজট,দুর্ভোগ,ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist