পটুয়াখালী প্রতিনিধি

  ০১ জানুয়ারি, ২০১৮

স্বাস্থ্যকর্মীদের ৪ দফা দাবীতে কর্মবিরতি পালন

পটুয়াখালীতে টেকনিক্যাল বেতন স্কেল পদমর্যাদাসহ চার দফা বাস্তবায়নের দাবীতে সদর উপজেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক সমন্বয় পরিষদের উদ্যোগে কর্মবিরতি পালন। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পটুয়াখালী সদর স্বাস্থ্য কমপ্লেক্স সামনে সদর উপজেলার ৫২ জন স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ কর্মবিরতি পালন করে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১৯৯৮ সালের ঘোষনার বাস্তবায়ন চাই দাবী করে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক এ্যাসোসিয়েশনের জেলা কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক মোঃ শহিদ বিশ্বাস, স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার বিশ্বাস, সহ-সভাপতি মোঃ ইদ্রিস, মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ মোহসীন মাহমুদ,মোস্তাক মাহমুদ,মোঃ খলিলুর রহমান,খোকন চন্দ্র খাসকেল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক চন্দন জাহান, জাহানারাবেগম, ইত্তেক জাহান শিরিন প্রমুখ।

উপজেলার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক সমন্বয় পরিষদের দাবী সমূহ হচ্ছে-টেকনিক্যাল বেতন স্কেলসহ পদমর্যাদা চাই, মাঠ ভ্রমন ভাতা ও ঝুঁকি ভাতা মূল বেতনের ৩০% হারে দিতে হবে, ১০% পোষ্য কোঠা প্রবর্তন করতে হবে, শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করতে হবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বাস্থ্যকর্মী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist