reporterঅনলাইন ডেস্ক
  ১৬ নভেম্বর, ২০১৭

বাড়িতে আগুন, বেরিয়ে এলো ১৬০ আগ্নেয়াস্ত্র!

পল বুশেলের আগুনে পোড়া বাড়ি। ইনসেটে উদ্ধার করা একে ফোরটি-সেভেন। বেয়নটেও লাগানো রয়েছে

বাড়িতে আগুন লেগেছিল বলেই বেরিয়ে এলো ১৬০টি আগ্নেয়াস্ত্র। তার মধ্যে রয়েছে—মেশিনগান এবং একে ফোরটি-সেভেন অ্যাসল্ট রাইফেল। জনজীবনকে হুমকির মুখে ফেলার দায়ে ইংল্যান্ডের এক আদালত ৭৪ বছর বয়সী এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে।

গত মে মাসে ইংল্যান্ডের শহর জিলিংহ্যামে পল বুশেলের বাড়ি থেকে পুলিশ এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তবে মামলা চলার সময়েই বুশেল তার দোষ স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে তিনি এসব অস্ত্র সংগ্রহ করেছেন।

বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর সঙ্গে যখন পুলিশ এসে হাজির হয় তখন তারা এসব লাইসেন্সবিহীন স্বয়ংক্রিয় অস্ত্র খুঁজে পায়। কেন্ট পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বেশিরভাগ অস্ত্র যখন কেনা হয়েছিল তখন সেগুলো নিষ্ক্রিয় ছিল। কিন্তু পরে সেগুলো সক্রিয় করা হয়।

বুশেল বিভিন্ন অস্ত্র-মেলায় যেতেন এবং নানা ধরনের অস্ত্র কিনতেন। পুলিশ জানায়, এসব অস্ত্র তিনি খোলা জায়গায় সাজিয়ে রাখতেন। কোন কোন অস্ত্রে গুলি ভরা থাকতো। ওই বাড়িতে কিছু শিশুরও যাতায়াত ছিল জানিয়েছে পুলিশ।

বুশেলের বিরুদ্ধে রায় ঘোষণার সময় বিচারক বলেন, আপনার সঙ্গে কোন অপরাধী চক্রের যোগাযোগ নেই এটা পরিষ্কার। কিন্তু এই ধরনের অস্ত্রের ধ্বংস করার ক্ষমতা কতখানি তা আপনি অন্য অনেকের চেয়ে বেশি জানেন। এই অস্ত্র অপরাধীদের হাতে পড়লে মারাত্মক ঝুঁকি তৈরি হত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আগ্নেয়াস্ত্র,ইংল্যান্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist