reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০১৭

অস্বাভাবিক হাত তাই শয়তান উপাধি!

জন্ম থেকেই কিশোর তারিকের (১২) হাত দুটি অস্বাভাবিক। বৃহদাকার হাতের জন্য গ্রামবাসী তাকে শয়তান উপাধি দিয়েছে।

তাদের ধারণা, অভিশাপের কারণেই তার এই বিকলাঙ্গতা। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এভাবেই উঠে এসেছে তারিকের জীবনচিত্র।

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা তারিক কাজ করে একটি চায়ের দোকানে। ইচ্ছা থাকা সত্ত্বেও স্কুলে যেতে পারে না সে। কারণ তার হাতের অস্বাভাবিকতায় ভয় পেতে পারে সহপাঠীরা।

তারিক বলে, ‘আমি এ অবস্থা থেকে মুক্তি পেতে চাই। আমি অন্য কিশোরদের মতো স্কুলে যেতে চাই। অন্য সবার মতো খেলা করতে চাই। আশা করি আমার হাত ভালো হয়ে যাবে।’

তারিক আরো জানায়, ‘সবাই আমাকে দেখে ভয় পায়। আমি পড়তে চাই, কিন্তু আমাকে স্কুলে ভর্তি নেওয়া হয় না। সবাই মনে করে অভিশাপের কারণে আমার হাতের এই অবস্থা।’

তারিকের হাতের আকৃতি ১২ ইঞ্চি। ‘এলিফ্যান্ট ফুট’ রোগের কারণে এ অবস্থা হতে পারে ধারণা করছেন স্থানীয় চিকিৎসকরা।

পবন কুমার নামের একজন চিকিৎসক বলেন, তারিকের সমস্যাটা আসলেই আমাদের কাছে রহস্য। আমরা এমন কিছু আগে দেখিনি। আগে কয়েকজনের এমন অবস্থা দেখেছি। তবে তারা ‘এলিফ্যান্ট ফুট’ নামের একটি রোগে আক্রান্ত ছিল। তারিকের রোগটা অনেকটা এরকম।

চিকিৎসক পবন আরো জানান, তারিকের স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা কম। তবে বিজ্ঞানের এই যুগে আশা করতে দোষ কী জানান তিনি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অস্বাভাবিক,হাত,শয়তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist