reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০১৭

সন্তানকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বাবা-মা, দেখুন ভিডিও

মায়ের সঙ্গে খেলায় মেতেছিল একরত্তি হস্তিশাবক। চলছিল মায়ের সঙ্গে দেদার খুনসুটি। বাবা যে খুব বেশি দূরে ছিল, তেমনটা নয়। এমন সময় পাশের জলাশয় থেকে জল খেতে গিয়েই বিপত্তি বাধালো ছোট্ট হাতিটি। আচমকাই জলাশয়ে পড়ে যায় সে। হঠাৎ করে এমনটা হওয়ায় কিছুটা হকচকিয়ে যায় মা। কী করবে বুঝেই উঠতে পারছে না সে। আওয়াজ শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসে বাবাও। এর পর সন্তানকে জলের মধ্যে তুলে নিয়ে আসার কাজ শুরু করে যুগলে। তত ক্ষণে জলে হাবুডুবু খাচ্ছে ছোট্ট হাতিটি। সন্তানকে জল থেকে তুলে আনতে ওই জলেই নেমে পড়ে বাবা-মা। অদ্ভুত ভাবে ছোট্ট হাতিটিকে আগলে পাড়ে তুলে নিয়ে আসে তারা।

এমনই এক ভিডিও ইন্টারনেটে ভাইরাল। দক্ষিণ কোরিয়ার সিওল গ্র্যান্ড পার্ক চিড়িয়াখানার এই দৃশ্য মুগ্ধ করে দর্শকদের। গত ১৯ জুন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়। ইতিমধ্যেই ইউটিউবে ভিডিওটি প্রায় এক লক্ষ ৭৪ মানুষ দেখে ফেলেছেন। অন্য দিকে, একই ভিডিও দ্বিতীয় বার ফেসবুকে পোস্ট করেছিলেন পল হর্টন নামে এক টেলিভিশন সঞ্চালক। দ্বিতীয় বারের সেই ভিডিও দেখেছেন ২৭ হাজার দর্শক। অনেকেই আবার ভিডিও-র নীচে কমেন্ট করেছেন, ‘‘ঠিক মানুষের মতোই সন্তানকে আগলে রাখার প্রচেষ্টা চালিয়েছে ওই দুই হাতি।’’

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাতি বাচ্চা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist