reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মে, ২০১৭

অদ্ভুত পোশাকে এই ঘোড়সওয়ার কে? (ভিডিও)

শরীরে ভারি শিরোণাস্ত্র। সঙ্গে রয়েছে একটি লম্বা বল্লম। অদ্ভুত এ পোশাক পরে ঘোড়ার পিঠে চড়ে তিনি চলছেন—ঠিক যেন মধ্যযুগের কোনো নাইট। তবে এ ব্যক্তি মধ্যযুগে নয়, বাস করেন বর্তমান সময়ে। নাম তার জ্যাসন কিংসলি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

মধ্যযুগের নাইটরা যেভাবে চলতেন প্রায়ই ঠিক সেভাবেই সেজে থাকেন জ্যাসন কিংসলি। আর চড়ে বেড়ান ঘোড়ার পিঠে। তবে অদ্ভুত এ ব্যক্তিটি মোটেই যেনতেন মানুষ নন। তিনি যুক্তরাজ্রের সবচেয়ে বড় কম্পিউটার গেমস নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তার প্রতিষ্ঠানের নাম রেবেলিয়ন ডেভেলপমেন্টস।

জ্যাসন একজন অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ। আর ব্যবসা পরিচালনাকেও তিনি অ্যাডভেঞ্চারের মতো করেই দেখেন। এ কারণে তার ঘোড়ায় চড়ে নাইটের বেশে ঘুরে বেড়ানোকেও তিনি একসূত্রে বাঁধা বলে মনে করেন।

জ্যাসনের অফিসেই রয়েছে তার সেই বিখ্যাত মধ্যযুগীয় বর্ম। তিনি বলেন, জীবনের নানা ধরনের স্বাদ নেয়ার চেষ্টা করেন। আর এ ক্ষেত্রে মধ্যযুগীয় নাইটের জীবনযাপন তার প্রিয়। প্রতি সপ্তাহে তিনি মধ্যযুগীয় নাইটের বেশে ঘুরে বেড়ান।

ভিডিওতে দেখুন আরও কিছু তথ্য—

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মধ্যযুগ,নাইট,অ্যাডভেঞ্চার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist