reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি, ২০১৭

পরীক্ষার ভয়ে গাছে কলেজছাত্রী!

পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। তবে ছোটবেলা থেকে পরীক্ষার অভ্যাসের মধ্যে থাকা ছেলেমেয়েদের অনেকেই এই ভীতি কাটিয়ে উঠতে সক্ষম হয়। বাবা-মা কিংবা শিক্ষকরা অভয় দেয়ার চেষ্টা করলেও অনেক সময় তা কাজে লাগে না। এমনই পরীক্ষা আতঙ্কে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটিয়ে বসেছে ভারতের আসামের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী এক ছাত্রী।

ছোটবেলা থেকেই পরীক্ষা আসলেই বুক দুরুদুরু করত বাপির। মাধ্যমিকের পরীক্ষা শুরুর দিন তাই মন্দিরে পুজো দিয়ে একটু সাহস সঞ্চয় করতে চেয়েছিল। মন্দিরে পুজো দিতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। পরীক্ষার সময় ঘনিয়ে আসছে, বাপির কোনো খোঁজ নেই দেখে চিন্তায় পড়ে যায় বাড়ির সবাই। মন্দিরে গিয়ে খোঁজ নিতেই দেখতে পান মন্দির প্রাঙ্গণের বটগাছে চড়ে বসেছে মেয়েটি। বাপির বাবা আর কাকা গাছ থেকে নেমে আসার জন্য বারবার অনুরোধ করার পরও রাজি করানো যাচ্ছিল না তাকে।

দুই-একজন গাছে চড়ে তাকে নামানোর চেষ্টা করতেই ডাল ভাঙতে শুরু করে। শেষপর্যন্ত বাপির কাকা গাছে উঠে তাকে নামিয়ে আনতে পারলেও ততক্ষণে পার হয়ে গেছে পরীক্ষার আধাঘণ্টা। এবারের মাধ্যমিকে আর অংশ নেয়া হল না বাপির। সূত্র: আনন্দবাজার

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরীক্ষা,ভারত,মাধ্যমিকের পরীক্ষা,আসাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist