reporterঅনলাইন ডেস্ক
  ২২ এপ্রিল, ২০২০

লকডাউনে গড়লেন ভিন্ন ধরনের বিশ্বরেকর্ড!

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বহু দেশে এখন লকডাউন চলছে। ফলে ঘরবন্দি বিশ্বের অধিকাংশ মানুষ। বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই।তাই সারাদিন বাড়িতে বসে সময় নষ্ট করছেন না অনেকে। কেউ রান্না করছেন। কেউ ছবি আঁকছেন। কেউ আবার অন্য কোনও সৃষ্টিশীল কাজ করে চলেছেন। গানবাজনা বা নাচ করেও অনেকে নিজেদের প্রতিভা প্রকাশ করছেন।

সোশ্যাল মিডিয়ার যুগে ঘরবন্দি থেকেও নিজের প্রতিভার কথা দুনিয়ার সামনে তুলে ধরাটা সহজ হয়েছে। ফলে বাড়িতে বসেও অনেকেই বাজিমাৎ করছেন।

যুক্তরাষ্ট্রের গ্রেগ বিটস্টক লকডাউনের এই সময়টাকে পুরোপুরি কাজে লাগিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন। পানির নিচে ৫০ কিলো ওজনের লোহার চাকতি তুলে ৬২টি বেঞ্চ প্রেস দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ইলিনোডসের সেন্ট চার্লস লেকের জলের নিচে গিয়ে তিনি এমন কাণ্ড করেছেন।

পানির নিচে ৬২টি বেঞ্চ প্রেস দেওয়ার সময় তিনি শ্বাসপ্রশ্বাস আটকে রেখেছিলেন। তার এমন কাণ্ডের ভিডিও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে। এরই মধ্যে লাখ লাখ মানুষ সেই ভিডিও দেখে ফেলেছেন। গ্রেগের এমন কাজ একইসঙ্গে মজাদারও ছিল আবার ভয়ানকও। কারণ অনেকেই বলছেন, এটা শেষ করতে গিয়ে গ্রেগের জীবন সংশয় হতে পারত।

গ্রেগ অবশ্য এমন কাজ আগেও করেছেন। গত বছর তিনি পানির নিচে ৫০ কেজি ওজনের লোহার চাকতি নিয়ে ৪২টি বেঞ্চ প্রেস দিয়েছিলেন। এবার নিজের সেই রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বরেকর্ড,গিনেস রেকর্ড,লকডাউন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close