reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২০

বিশ্বে লম্বা চুলের নতুন রেকর্ড

৬ বছর বয়সে শেষবারের মতো চুল কেটেছিল ভারতের গুজরাটের নিলাংশি প্যাটেল। কিন্তু সেই হেয়ারকাট তার এতটাই অপছন্দ হয়েছিল যে, সে আর কোনো দিন চুল কাটবে না বলেই ঠিক করেছিল। তারপর থেকেই সে চুল লম্বা করতে শুরু করে।

২০১৮ সালে ২১ নভেম্বর ১৬ বছর বয়সে ১৭০ দশমিক ৫ দশমিক বা ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা চুল নিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী হিসেবে স্বীকৃতি পায়।

এরপর কেটে গেছে আরো এক বছরের বেশি সময়। এর মধ্যে র‌্যাপুনজেল হিসেবেখ্যাত সেই নিলাংশির চুল বেড়ে হয়েছে ১৯০ সেন্টিমিটার বা ছয় ফুট।

সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সদস্যরা নতুন করে নিলাংশির চুলের আকৃতি মেপে নতুনভাবে লম্বা চুলের রেকর্ডধারীর স্বীকৃতি দেন তাকে। লম্বা চুলের অধিকারী নিলাংশি বর্তমানে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন।

তিনি জানান, ভবিষ্যতে তিনি একজন সফটওয়্যার প্রকৌশলী হতে চান। চুল নিয়ে নিলাংশি আরো অনেক রেকর্ড গড়ার স্বপ্ন দেখছেন। কিশোরীবেলার মতো বড় হয়েও তিনি লম্বা চুলের অধিকারী হিসেবে বিশ্বরেকর্ড ধরে রাখতে চান। সূত্র : এনডিটিভি

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লম্বা চুল,কিশোরী,রেকর্ড,গিনেস বুক অব ওয়ার্ল্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close