reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ডিসেম্বর, ২০১৯

এক হাসপাতালে ১২ জোড়া যমজ শিশুর জন্ম!

মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস শহরের সেইন্ট লুকস হাসপাতালে গত এক সপ্তাহে মোট ১২ জোড়া যমজ শিশু জন্ম নিয়েছে। যমজ শিশুগুলোর পরিবারের সবাই মিসৌরি ও কানসাস অঙ্গরাজ্যের।

এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনোদিনই একই সময়ে এত যমজ শিশুর জন্ম হয়নি তাদের হাসপাতালে।

হাসপাতালটির নার্স ড্যানিয়েল গ্যাদারস জানান, ‘আমাদের এখানে মাঝে মাঝে একই সময়ে কয়েক জোড়া শিশু জন্ম নেয়। কিন্তু একসঙ্গে এত যমজ কখনও দেখিনি।’

হাসপাতালটির আরেক নার্স কায়লা অ্যান্ডারসন বলেন, ‘আমরা আসলে হীরের টুকরোগুলোর যত্ন নিতে ব্যস্ত। এখন ১২ জোড়া যমজসহ অন্য শিশুদের নিয়ে কঠিন ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি।’

জানা গেছে, ১২ যমজের সবাইকে আইসিইউ'তে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে পর্যায়ক্রমে বাসায় নেয়ার অনুমতি দেয়া হবে।

আলোকচিত্রী হেলেন র‍্যানসম নবজাতকদের ছবিগুলো তুলেছেন। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যমজ শিশু,শিশুর জন্ম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close