reporterঅনলাইন ডেস্ক
  ২৬ নভেম্বর, ২০১৯

বড়শিতে আটকে গেল দানবাকৃতির মাছ!

বড়শিতে ধরা পড়ল দানবাকৃতির একটি মাছ। যার ওজন ১৮ কেজি ৫০০ গ্রাম! সম্প্রতি ভারতের হাওড়ার উলুবেড়িয়া নামক স্থানে গঙ্গা নদীতে এ মাছ ধরা পড়ে।

এনডিটিভি জানিয়েছে, প্রতিদিনের মতো বড়শি নিয়ে মাছ ধরতে যান স্থানীয় এক তরুণ। দিনটি যে তার জন্য সৌভাগ্যের তা বোঝা গেল বড়শি ফেলার কিছুক্ষণ পরেই। তরুণ অনুভব করেন যে, তার বড়শিতে এমন জীবন্ত কিছু আটকা পড়েছে, যার শক্তি মানুষের সমানই। খুব কষ্টে বড়শি টেনে ওপরে তোলার পর দেখেন বিশালাকারের এক মাছের গলা আটকে আছে বড়শির কাঁটায়।

উৎফুল্ল হয়ে সেই মাছটি কয়েকজনের সাহায্যে কাঁধে বহন করে স্থানীয় ফুলেশ্বরবাজারে নিয়ে যান। ওজন করে সবার চোখই ছানাবড়া। ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি দেখতে তখনই ভিড় জমান এলাকাবাসী। তারা একে দৈত্যাকৃতির ভেটকি মাছ বলেন।

পরে সেই তরুণ বিশালাকার মাছটিকে নিলামে তুললে ফুলেশ্বরবাজারের এক মাছ বিক্রেতা ১২ হাজার টাকায় কিনে নেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাছ,দানবাকৃতির মাছ,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close