reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০১৯

পুলিশের পায়ে ধরে কাঁদছেন মন্ত্রী!

একজন মন্ত্রী রাস্তায় বসে পড়ে পুলিশ সুপারের ( এসপি) জড়িয়ে ধরে কাঁদছেন। আর পথচারীরা এ ঘটনা অবাক হয়ে দেখছেন। এ ধরনের ঘটনা আগে কখনো দেখা যায়নি। এমনটাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মীরজাপুরে।

জানা গেছে, ওই মন্ত্রীর নাম অনিল সিং। তিনি বিজেপির প্রাক্তন প্রধান তথা কাশী প্রভিন্সের মন্ত্রী।

সড়কে পুলিশ গাড়ি চেক করছিল। সে সময় মন্ত্রী অনিল সিং ফিরছিলেন সাংসদ রামশকলের বাড়ি থেকে। এ সময় তার গাড়ি আটকানো হয়। কাগজপত্র ভুলে ফেলে আসায় গাড়িটির জন্য ইনভয়েস কাটে পুলিশ। এতেই রাস্তায় বসে অবরোধ শুরু করে দেন মন্ত্রী। এই খবর পাওয়ার পর দলবলও তার সঙ্গে যোগ দেয়।

জানা গেছে, কাঁদতে কাঁদতে মন্ত্রী বলেছেন, 'স্যার, আমার সম্মান চলে গেছে। আমার সরকারের এমন অপমান সহ্য করতে পারছি না। আমি একজন সাধারণ মানুষ। আপনি আমার দিকে গুলি চালাতে পারেন।'

এদিকে, এই খবর পেয়ে পুলিশসুপার অবধেশ পাণ্ডে ঘটনাস্থলে যান। তিনি পৌঁছাতেই তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন অনিল সিং। অনেক বোঝানোর পর তাকে শান্ত করা হয়। এরপর পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তিনি।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুলিশের পা,কাঁদছেন,মন্ত্রী,ভারত,মীরজাপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close