reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুন, ২০১৯

দীর্ঘক্ষণ পাবজি গেম খেলে কিশোরের মৃত্যু!

অনলাইন গেমস পাবজিতে আসক্ত হয়ে এক কিশোরের দুঃখজনক মৃত্যু হয়েছে। টানা ৬ ঘণ্টা 'পাবজি' খেলার পর ভারতের রাজস্থানের নাসিরবাদ শহরের ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছেলেটির নাম ফারকান কুরেশি। মধ্যপ্রদেশে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়ে বসে দ্বাদশ শ্রেণীর ফারকান।

দ্বাদশ শ্রেণীর ফারকান পরিবারেরই এক সদস্যের বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়েছিল। সেখানেই এই কাণ্ড ঘটিয়ে বসে সে। খেলার মাঝে উত্তেজনা কাবু রাখতে পারেনি ফারকান। আর তার উত্তেজনা এমন চরম সীমায় পৌঁছে যায় য়ে, হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় ফারকানের। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

চিকিৎসক জানিয়েছে, তাকে যখন আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল, তখন ওর পাল্স কাজ করছিল না। গেম খেলার সময়ে অনেক ক্ষেত্রেই উত্তেজনা চূড়ান্ত সীমায় পৌঁছে গেলে এরকম হার্ট অ্যাটাক হতে পারে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাবজি,গেম,কিশোরের মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close