reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০১৯

৮ বছরের শিশু শিখেছে ১০৬টি ভাষা!

ইন্টারনেটের জ্ঞানভাণ্ডারকে কাজে লাগিয়ে ১০৬টি ভাষা লিখতে ও পড়তে শিখেছে ভারতের চেন্নাইয়ের নিয়াল থোগুলুভা। তার বয়স মাত্র ৮ বছর। ভাষাশিক্ষার ক্ষেত্রে নিয়ালের এই মেধা এখন দেশজুড়ে আলোচিত হচ্ছে।

ভারতে প্রচলিত প্রধান ভাষাগুলি শেখার পাশাপাশি নিয়াল থোগুলুভা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট (আইপিএ) শিখেছে। কোনও কথ্য ভাষাকে শব্দের উচ্চারণে নির্ণয়ের জন্য আইপিএ আন্তর্জাতিক স্বীকৃত মাধ্যম। নিজে শিখে বিভিন্ন ভাষার উচ্চারণ প্রণালী নিজের বাবা-মাকেও শিখিয়েছে।

নিয়াল থোগুলুভা বলেছে, আমি এখন ১০৬টির বেশি ভাষা পড়তে ও লিখতে পারি। ১০টি ভাষায় স্বচ্ছন্দ্যে কথা বলতে পারি। বর্তমানে আমি আরও পাঁচটি ভাষা শেখার চেষ্টা চালাচ্ছি।

নিয়ালের বাবা শংকর নারায়ন বলেন, গত বছরের শুরুর দিকে নিয়ালের ভাষার প্রতি আগ্রহ জন্মায়। তার পর থেকেই সে নিরলসভাবে একের পর এক ভাষা শিখে চলছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভাষা,শিশু,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close