reporterঅনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল, ২০১৯

টিয়া পাখি জেলে!

পুলিশ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গেলে টিয়া পাখি চিৎকার শুরু করে বলে—মামা পুলিশ

মাদক বিক্রেতাকে সাহায্য করার দায়ে জেলে যেতে হয়েছে এক টিয়া পাখিকে। এমন ঘটনা ঘটেছে ব্রাজিলে। খবর এনবিসি নিউজের।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, অভিযুক্ত ওই টিয়া পাখিটি এক মাদক ব্যবসায়ীর। দেশটির পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গোপনে গ্রেফতার করতে গেলে ওই বাড়িতে থাকা টিয়া পাখিটি চিৎকার শুরু করে। বলতে থাকে—‘মামা পুলিশ’। তবে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন মাদক ও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে।

ওই অভিযানে যাওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, টিয়া পাখিটিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি বলেন, যতই পুলিশ ওই বাড়ির কাছে যাচ্ছিলো ততই টিয়া পাখিটি চিৎকার করতে থাকে। ব্রাজিলের একজন স্থানীয় সাংবাদিক জানান, টিয়া পাখিটি মালিকের অনেক অনুগত। আটক হওয়ার পর একটি কথাও আর বলেনি।

তবে আলেকজান্ডার ক্লার্ক নামে একজন পশু চিকিৎসক বলেন, পাখিটি ওই মাদক ব্যবসায়ীকে কোনো সাহায্য করেনি। খবরে বলা হয়েছে, টিয়া পাখিটিকে বর্তমানে একটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে যেখানে তাকে তিন মাস রাখা হবে। এরপর উড়তে শিখলে ছেড়ে দেয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদক,টিয়া পাখি,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close