reporterঅনলাইন ডেস্ক
  ২৫ এপ্রিল, ২০১৯

১১ বছর ধরে সাঁতার কেটে অফিস করেন!

চীনের হুবেই এলাকার একটি অফিসের কর্মী তিনি। দেশটির উহাং সাউথ সিটিতে থাকেন ঝু বিয়ু (৫৩) নামের এই ব্যক্তি।

তবে তার অফিসে যেতে পাড়ি দিতে হয় লম্বা রাস্তা। তারপর রয়েছে যানজট। সব নিয়ে অফিস পৌঁছতে সময় লাগে দেড় ঘণ্টারও বেশি। আর তাই সময় বাঁচাতে বিগত এক দশক ধরে নিয়মিত সাঁতার কেটে অফিস যান তিনি।

জানা যায়, বাড়ি থেকে অফিসে যেতে ঝুয়ের সময় লাগে এক ঘণ্টার বেশি। রাস্তাঘাটে জ্যাম থাকলে অফিসে যেতে সময় নষ্ট হয় আরও। তাই গত ১১ বছর প্রতিদিন নিয়ম করে দু'টি ভাসমান বেলুন নিয়ে নদীপথ সাঁতরে অফিস যাতায়াত করছেন।

মজার ব্যাপার হলো, সাঁতার কেটে আধা ঘণ্টার মধ্যেই অফিসে পৌঁছে যাচ্ছেন। এজন্য পাশের ইয়াংঝে নদীতে রোজ প্রায় দুই কিলোমিটার সাঁতার কাটতে হয় তাকে। এই অভ্যাসের জন্য স্থানীয়দের কাছে তারকা হয়ে উঠেছেন ঝু।

তিনি জানিয়েছেন, সাঁতার কেটে অফিসে যাওয়ার ফলে তার ওজন অনেক কমে গেছে। পাশাপাশি তার ডায়াবেটিসের সমস্যাও নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া শরীর বেশ চাঙ্গাও লাগে তার।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অফিস,সাঁতার,বিচিত্র,চীন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close