reporterঅনলাইন ডেস্ক
  ২৮ ডিসেম্বর, ২০১৮

প্রাণ বাঁচাতে পুলিশকে ফোন চোরের!

গাড়ি চুরি করতে গিয়েছিল এক চোর। কিন্তু যে গাড়ি চুরি করতে গিয়েছিল সেই গাড়িতেই আটকা পড়ে। প্রাণ বাঁচাতে একপর্যায়ে বাধ্য হয়ে পুলিশকে ফোন করে ওই চোর। খবর এনডিটিভির।

এমন ঘটনা ঘটেছে নরওয়ের ট্রোনডেলগ শহরে। নরওয়ের এক কিশোর গাড়ি চুরি করতে গিয়ে সেই গাড়িতে ভেতরে তালাবদ্ধ হয়ে পড়ে। গাড়ি থেকে বেরোনোর জন্য হাজারো চেষ্টা করে। কিন্তু বরাবরই ব্যর্থ হয়ে যায়। তাই গণধোলাই খাওয়ার আগে প্রাণ বাঁচাতে পুলিশকে ফোন করে।

দেশটির পুলিশ এমন ঘটনা টুইটারে প্রকাশ করে—যে গাড়িটা চুরি করবে বলে চোর ভেতরে ঢুকেছিল, সেই গাড়ির মধ্যে থেকেই সে আমাদের ফোন করে। চোর আমাদের আগে থেকেই জানত, সে ভেবেছিল—সাহায্যের জন্য আমাদেরই ফোন করা ঠিক হবে।

পরে পুলিশ এসে ওই চোরকে উদ্ধার করে। গত সোমবার ঘটে এই ঘটনা। ওই চোরের বয়স ১৭। তবে ইতোমধ্যে ওই কিশোর জিজ্ঞাসাবাদ করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাড়ি চুর,নরওয়ে,পুলিশ,ফোন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close