reporterঅনলাইন ডেস্ক
  ১২ ডিসেম্বর, ২০১৮

চোর চেয়ে চাকরির বিজ্ঞাপন!

নতুন চাকরির খবরের শেষ নেই। তার মধ্যে অনেক সময় অদ্ভূত কিছু চাকরিরও খবর পাওয়া যায়। কিন্তু তাই বলে ‘চোরের’ চাকরি।

যুক্তরাজ্যে সম্প্রতি এক কাপড়ের দোকানের মালিক ‘চোর’ চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এই খবর ভাইরাল হয়ে পড়েছে। নাম প্রকাশ না করে এক ব্রিটিশ নারী তার দোকানের জন্য একটি ওয়েবসাইটে চোর চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন।

বিজ্ঞাপনে বলা হয়েছে, তার দোকানে চোরকে এসে চুরি করতে হবে। আর এই চুরির পারিশ্রমিক হিসেবে প্রতি ঘণ্টায় ৫০ পাউন্ড দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার টাকার বেশি।

এ ছাড়া যেই কাপড় চোর চুরি করবে সেখান থেকে যেকোনো তিনটি কাপড় চোর রাখতে পারবেন। বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, সপ্তাহে কয়েকবার চোরকে দোকানে চুরি করতে আসতে হবে। তবে চোর কয়টা কাপড় চুরি করল, তা লিখে যেতে হবে প্রতিদিন।

ওই মালিক জানান, উৎসবের সময় আসলেই তার দোকানে চুরির হার বেড়ে যায়। অনেক চেষ্টা করেছেন যাতে দোকানে চুরি না হয়। কিন্তু কোনোভাবেই চুরি থামানো সম্ভব হয়নি। তাই পেশাদার চোর নিয়োগ দিয়ে তিনি চোর ধরতে চাইছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চোর,বিজ্ঞাপন,সামাজিক যোগাযোগ মাধ্যম,চাকরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close