reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৮

অনলাইনে মন্ত্রী হওয়ার আবেদন!

মন্ত্রী হতে চাইলে অনলাইনে আবেদন করা যাবে। বিষয়টি অভিনব মনে হলেও এমন ঘোষণাই দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী পদে মনোনীত নেতা আদেল আবদুল মেহদি। তিনি এই ঘোষণার মধ্য দিয়ে সব নাগরিকের জন্য মন্ত্রী হওয়ার দরজা খুলে দিলেন।

প্রধানমন্ত্রীর দফতর থেকে সম্প্রতি এ ব্যাপারে একটি বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতিতে বলা হয়, ‘নিজকে মন্ত্রী অথবা সরকারের বড় পদের জন্য যোগ্য মনে করা নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো ইরাকি আবেদন করতে পারবেন। এর জন্য তাদের প্রত্যাশিত পদের নাম উল্লেখ করে জীবনবৃত্তান্তসহ অনলাইনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দফতরে আবেদন করতে হবে।’

ওই বিবৃতিতে প্রার্থীদের জীবনবৃত্তান্ত পাঠানোর তারিখ বেঁধে দেওয়া হয়েছে। ৯ থেকে ১১ অক্টোবরের মধ্যে এই আবেদন করা যাবে। ইরাকের সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণের ৩০ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ গঠন করতে হয়।

গত ২ অক্টোবর ইরাকের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারহাম সালিহ প্রধানমন্ত্রী আবদুল মেহদিকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দিয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনলাইন,আবেদন,ইরাক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close