reporterঅনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর, ২০১৮

ইন্দোনেশিয়ার সুনামিতে ২০ ফুট উঁচু ঢেউ!

বিজ্ঞানীরা হতভম্ব

ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্প ও সুনামিতে এ পর্যন্ত ১২৩৪ জন নিহত হয়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩৪ জনে।

গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে দেশটির সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর সুনামি হয়। সুনামিতে সৃষ্ট প্রায় ছয় মিটার তথা ২০ ফুট উঁচু ঢেউ সুলাওয়েসি দ্বীপের পালু শহরকে ভাসিয়ে নিয়ে যায়।

ভূমিকম্প ও সুনামির ফলে হাজারো ঘরবাড়ি বিধ্বস্ত হয়। কিন্তু এ সুনামিতে এতো উঁচু ঢেউ দেখে বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছেন। বিজ্ঞানীরা এত বড় ঢেউ সৃষ্টির কারণ জানার চেষ্টা করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে এ বছরে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্পের রেকর্ড এটি। বিশ্বের ১১তম বৃহত্তম দ্বীপ সুলাওয়েসির পালু শহরে শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। সেখানে কম্পনের পর আছড়ে পড়ে প্রলয়ংকরী সুনামির ঢেউ। সুউচ্চ ঢেউ লন্ডভন্ড করে দেয় উপকূলীয় এলাকা।

এ ধরনের সুনামি হলেও এতে ২০ ফুট উচ্চতার ঢেউ সাধারণত দেখা দেয় না। কিন্তু ইন্দোনেশিয়ার ভূমিকম্পের পর বিশাল ঢেউয়ের আঘাতে পালু শহরের সবাইকে অবাক করে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, কয়েক দফা বড় ঢেউ তৈরিতে সাগরতলে বড় ধরনের অবস্থান পরিবর্তনের ঘটনা ঘটতে হবে। অর্থাৎ, উল্লম্ব আন্দোলনের ঘটনা ঘটে পুরো পানির স্তরকে ওলট-পালট করলে পানি যেকোনো দিকে ছুটতে পারে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুনামি,ইন্দোনেশিয়া,উঁচু ঢেউ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close