reporterঅনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

গাঁজার স্বাদে কোমলপানীয়!

ক্যাফেইন ভিত্তিক কোমল পানীয় তৈরি করার জন্য সারা পৃথিবীতে পরিচিতি কোকা-কোলা বর্তমানে নতুন একটি মাদক নিয়ে গবেষণা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে; আর সেটি হলো গাঁজা।

কানাডার বিএনএন ব্লুমর্বাগ টিভি চ্যানলেরে তথ্য অনুযায়ী, স্থানীয় উৎপাদক ‘অরোরা ক্যানাবিস’-এর সাথে গাঁজার স্বাদযুক্ত কোমল পানীয় উৎপাদনের বিষযে আলোচনা করছে কোকা-কোলা।

কানাডার বিএনএন ব্লুমর্বাগ টিভি চ্যানেলের তথ্য অনুযায়ী, স্থানীয় উৎপাদক ‘অরোরা ক্যানাবিস’-এর সাথে গাঁজার স্বাদযুক্ত কোমল পানীয় আনার জন্য আলোচনা করছে কোকা-কোলা।

গ্রাহকদের মাদকাসক্ত করতে নয়, তাদের শারীরিক যন্ত্রণা লাঘবই পানীয় তৈরির উদ্দেশ্য। গাঁজার পানীয় নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও কোকা-কোলা বলছে, ‘অনকে উৎপাদকের মত আমরাও র্পযবেক্ষণ করছি যে কোমল পানীয় তৈরির ক্ষেত্রে নন-সাইকোঅ্যাক্টভি ক্যানাবিডিওল বা চিত্ত উত্তেজিত করে না এমন গাঁজাজাতীয় দ্রব্যের ব্যবহার কতটা জনপ্রয়িতা পাচ্ছে।’

ক্যানাবিডিওল ক্যানাবিস বা গাঁজার একটি উপাদান, যা প্রদাহ, ব্যথা বা খিঁচুনির চিকিৎসার ক্ষেত্রে আরামদায়ক হতে পারে এবং এর কোনো চিত্ত উত্তেজক প্রভাব নেই।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাঁজার স্বাদ,কোমলপানীয়,কোকা কোলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close