reporterঅনলাইন ডেস্ক
  ৩০ আগস্ট, ২০১৮

গরুর পেটে ৫০ কেজি প্লাস্টিক!

গৃহপালিত পশুরা দিনের বেলায় অধিকাংশ সময় মাঠে চড়ে বেড়াতেই দেখা যায়। সেই সঙ্গে ঘাস খাওয়াটাও চলতেই থাকে। কিন্তু ভারতের মহারাষ্ট্রের পারভানি জেলায় এক গরুর পেট থেকে এবার যা বের হয়েছে, তা দেখে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। প্রায় ৫০ কেজি প্লাস্টিক উদ্ধার করা হয়েছে ওই গরুর পেট থেকে।

অনেকদিন ধরেই কিছু খাচ্ছিল না সেই গরুটি ৷ তার কী অসুখ হয়েছে, সেটা বোঝাই কঠিন হয়ে গিয়েছিল ৷ গরুর মালিকও এ নিয়ে চিন্তায় ছিলেন। কারণ গরু-মহিষরা কোথায় কী খেয়ে বেড়াচ্ছে, তা জানা যে কারও পক্ষেই কঠিন ৷ হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের পর যা দেখা গেল, তা দেখে তাজ্জব হওয়াটাই স্বাভাবিক ৷

গরুটির ঠিক কী হয়েছে; বুঝতে পারছিলেন না চিকিৎসকরা৷ শেষপর্যন্ত অস্ত্রোপচার করারই সিদ্ধান্ত নেন তারা। অস্ত্রোপচারের পর পেট থেকে প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য পদার্থ উদ্ধার করা হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্লাস্টিক বর্জ্য,গরুর পেট,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close