reporterঅনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট, ২০১৮

যুবরাজের শুক্রাণু বিক্রি করে কোটিপতি!

যুবরাজের শুক্রাণু বিক্রি করেই কোটিপতি বনে গেছেন ভারতের করমবীর সিং। করমবীরের সৌভাগ্যের প্রতীক উন্নত প্রজাতির ষাড়টির নাম ‘যুবরাজ’। হ্যাঁ, এই যুবরাজের শুক্রাণু বিক্রি করে করমবীর আজ ৫ কোটি টাকার মালিক।

বর্তমানে প্রতিবছর শুক্রাণু বিক্রি করে করমবীরের উপার্জন ৪০-৪৫ লাখ রূপি। সম্প্রতি এই ষাঁড়কে নিয়ে ভারতজুড়ে চলছে মাতামাতি।

দেশটির সংবাদ মাধ্যমের খবলে বলা হয়েছে, দিল্লিতে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে আয়োজিত কৃষি উন্নতি মেলায় যুবরাজ নামের এই ষাঁড় ছিল সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু। কৃষি মেলায় মুরাহ প্রজাতির উন্নত জাতের ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই ষাঁড়কে দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক ও গরুর খামার মালিকদের ভিড় ছিল বেশ।

যুবরাজের মালিক করমবীর সিং জানান, গত নয় বছর ধরে ভারতে গরুর জাত উন্নয়নে যুবরাজের অবদান আছে। কারণ, এতগুলো বছর ধরেই ‘শুক্রাণু দান’ করে চলছে যুবরাজ।

আর যুবরাজের ‘সিমেন’ বা শুক্রাণুর সাহায্যে মুরাহ প্রজাতির গাভি ও স্ত্রী-মহিষকে কৃত্রিমভাবে নিষিক্ত করা যায়। আর তাতে বাচ্চা হলে সেই গাভি ও মহিষের গড় দুধ উৎপাদনের ক্ষমতা বা পরিমাণ দাঁড়ায় কমপক্ষে দৈনিক ২৫ থেকে ৩০ লিটার।

এই ব্যবসায় গত ৯ বছরে করমবীর সিং আয় করেছেন প্রায় ৫ কোটি রূপি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুবরাজ,শুক্রাণু,ষাড় গরু,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close