অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম

  ০৮ জুলাই, ২০১৮

নাক নেই চোখ কপালে, অদ্ভুত শিশুর জন্ম

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাক বিহীন কপালে চোখ ওয়ালা এক অদ্ভুত কন্যা সন্তানের জন্ম দিয়েছে নিশি আক্তার নামে এক প্রসুতি। শিশুটির জন্মের আধা ঘন্টা পর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অদ্ভুত শিশুটির জন্ম হয়।

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, শনিবার সকালে প্রসব বেদনা নিয়ে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী নিশি আক্তার। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নিশি একটি কন্যা সন্তানের জন্ম দিলে দেখা যায় শিশুটির নাক নেই এবং চোখ দুটি পাশাপাশি কপালের মধ্যে। পরে জন্মের আধা ঘন্টা পর শিশুটির মৃত্যু হয়।

এই শিশু জন্মের খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে এক নজর দেখার জন্য ভিড় জমায় উৎসুক জনতা।

এলাকাবাসী জানায়, দেড় বছর আগে নিশি আক্তারের বিয়ে হয় আসাদুজ্জামানের সঙ্গে। এটি তাদের প্রথম সন্তান।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ কুমার বিশ্বাস জানান, গর্ভকালীন সময়ে ফলিক এসিড নামক টেবলেট না খাওয়ায় শিশুটি এমএম সেফালী রোগে আক্রান্ত হয়েছিল।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাকবিহীন,কপাল,চোখওয়ালা,শিশু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist