reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০১৮

দেড় হাজার রুপির এক আম!

আমের নাম কোহিতুর। নবাব সিরাজউদ্দৌল্লার সময় থেকে আমটির জাত উদ্ভাবিত হয়। সে সময় কড়া নিয়ম ছিল শুধু রাজা, নবাবরা ছাড়া কেউ ছুঁতে পারবেন না তাকে। কোহিতুর তখনো সাধারণের নাগালের বাইরে ছিল, এখনো তাই। একটা আমের দাম দেড় হাজার রুপি। দামি এই আম হাতে করে সযত্নে পাড়তে হয়, মুড়ে রাখতে হয় তুলোয়।

পশ্চিমবঙ্গ সরকার মুর্শিদাবাদের নবাবের প্রিয় এই আমকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সেজন্য তারা চাইছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ।

মুর্শিদাবাদের হর্টিকালচার বিভাগের উপপরিচালক গৌতম রায় বলেছেন, গোটা বিশ্বে কোহিতুর আম হয় শুধু মুর্শিদাবাদে। একসময় শুধু ওই জেলাতেই ১৪২ রকম কোহিতুর পাওয়া যেত, এখন যায় শুধু ৪২টা। দুর্মূল্য এই আমকে বাঁচানোর সব রকম চেষ্টা চলছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আম,কোহিতুর আম,ভারত,মুর্শিদাবাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist