reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০১৮

জঙ্গলে প্রেম দুই মাওবাদীর, বিয়ে দিল পুলিশ!

জঙ্গলে থাকার সময় দু'জন মাওবাদীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যাদের শত্রু হিসেবে পুলিশ ঘুরে বেড়ায়, সেই তারাই মাওবাদী যুগলের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছে। যদিও এই যুগল আত্মসমর্পণ করার পরই তাদের বিয়ে দিয়েছে পুলিশ।

শালবনির বীরভানপুরের বাসিন্দা দিলীপ মাহাত (৩১) বিয়ের পাত্র এবং বেলপাহাড়ির আদনি গ্রামের বাসিন্দা সুলেখা মাহাত (২৮) পাত্রী। তারা দু'জনেই মাওবাদী সদস্য ছিলেন।

বুধবার পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার কর্ণগড় মহামায়া মন্দিরে দুই পরিবারের উপস্থিতিতে তাদের মালাবদল হয়। বর্তমানে তারা জেলা পুলিশ লাইনে কর্মরত। বিয়ে উপলক্ষে প্রীতিভোজের ব্যবস্থাও করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মেদিনীপুরে।

পুলিশ সুপার জানান, জঙ্গলে থাকা অবস্থায় তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা আত্মসমর্পণ করার পর পুলিশ লাইনে পোস্টিং ছিল। পরিবারের সদস্যদের জানিয়ে বৃহস্পতিবার মন্দিরে দু’জনের বিয়ে দেয় পুলিশ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাওবাদী,পুলিশ,জঙ্গল,বিয়ে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist