reporterঅনলাইন ডেস্ক
  ০২ মে, ২০১৮

বিশ্বের সবচেয়ে বৃদ্ধ মাকড়সাটি মারা গেল!

মাকড়সা জগতে সবচেয়ে বেশি দিন বেঁচে বিশ্ব রেকর্ড করা স্পাইডার অবশেষে মারা গেল। ৪৩ বছর পর্যন্ত বেঁচে ছিল এই মাকড়সাটি। বিজ্ঞানভিত্তিক এটির নাম গিয়াস ভিলোসাস ট্র্যাপডোর ম্যাট্রিয়ার্ক।

এর আগে যে মাকড়সাটি সবচেয়ে বেশি দিন বেঁচে ছিল সেটি ছিল মেক্সিকোতে পাওয়া ট্যারান্টুলা প্রজাতির একটি মাকড়সা। ২৮ বছর পর্যন্ত বেঁচে ছিল সেটি।

সবচেয়ে বেশিদিন পর্যন্ত বাঁচা ট্র্যাপডোর মাকড়সাটি পাওয়া যায় অস্ট্রেলিয়ায়। এই মাকড়সাটির ওপর গবেষণা করছেন কার্টিন ইউনিভার্সিটির জীববিদ্যার গবেষক লিয়েন্ডা ম্যাসন।

তিনি বলেন, 'আমাদের রেকর্ড অনুযায়ী এত বছর পর্যন্ত আর কোন মাকড়সা বাঁচেনি। এর এই দীর্ঘ জীবনের জন্য এই প্রজাতির মাকড়সার ওপর গবেষণা চালাতে আমাদের খুবই সুবিধে হয়েছে।'

এই ধরনের মাকড়সা প্রায় চলাফেরা করে না বললেই চলে। একই জায়গায় বছরের পর বছর কাটিয়ে দেয়। এদের মেটাবলিজম রেটও অত্যন্ত কম। এদের ওপর আবহাওয়ার পরিবর্তন এবং বনভূমির কমে আসা কেমন প্রভাব ফেলবে তা নিয়েই গবেষকরা এখন রিসার্চ করছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাকড়সা,সবচেয়ে বৃদ্ধ মাকড়সা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist