reporterঅনলাইন ডেস্ক
  ১৭ এপ্রিল, ২০১৮

৭ বছর শিশুর মাউন্ট কিলিমাঞ্জারো জয়

মাউন্ট কিলিমাঞ্জারো। পাঁচ হাজার ৮৯৫ মিটার উঁচু ঘুমন্ত এই আগ্নেয়গিরি আফ্রিকার তানজানিয়ায়। গোটা মহাদেশের এটিই সর্বোচ্চ পর্বত। এতেই উঠে পড়েছে ভারতের ৭ বছরের শিশু সামান্যু পোথুরাজু।

চলতি মাসের ২ তারিখ কিলিমাঞ্জারোর উহুরু শৃঙ্গে উঠে সামান্যু। সঙ্গে ছিলেন তার মা লাবণ্য, প্রশিক্ষক থাম্মিনেনি ভারত, সাঙ্গাবান্দি শ্রুজানা নামে এক পর্বতারোহী ও এক ভদ্রমহিলা। তারা প্রত্যেকেই হায়দরাবাদের বাসিন্দা। আরো ছিলেন তানজানিয়ার এক স্থানীয় চিকিৎসকও। ২৯ মার্চ বেস পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সামান্যুরা। পাঁচদিন লাগে শৃঙ্গে পৌঁছতে।

সামান্যু জানিয়েছে, শৃঙ্গে পৌঁছানোর দিন বৃষ্টি পড়ছিল, রাস্তা ছিল পাথরে ভর্তি। পায়ে ব্যথা হচ্ছিল তার, ভয়ও করছিল। কিন্তু কিছুক্ষণ পর পর বিশ্রাম নিতে নিতে ওপরে পৌঁছে যায় সে। তার বরফ খুব ভালো লাগে, তাই কিলিমাঞ্জারোয় যেতে চেয়েছিল সে। সামান্যু আরো বলেছে, তেলুগু নায়ক পবন কল্যাণ তার খুব প্রিয়।

মা বলেছিলেন, বিশ্বরেকর্ড করার চেষ্টা করলে পবন কল্যাণের সঙ্গে তার দেখা করিয়ে দেবেন তিনি। এখন সে অপেক্ষা করছে প্রিয় নায়কের সঙ্গে দেখা করার জন্য। আগামী মাসে অস্ট্রেলিয়ার একটি পর্বতে উঠবে সে বিশ্বরেকর্ড করার জন্য। তৃতীয় শ্রেণির এই পড়ুয়া একই সঙ্গে বলেছে, শৃঙ্গে শৃঙ্গে চড়ে বেড়ায় বলে সে লেখাপড়ায় মোটেই অবহেলা করে না, তার প্রিয় বিষয় কম্পিউটার।

স্বাস্থ্যের কারণে কিলিমাঞ্জারোর চূড়ায় পৌঁছতে পারেননি সামান্যুর মা লাবণ্য, মাঝপথেই থেমে যেতে হয়। তবে ছেলের জন্য তিনি ভীষণ খুশি। জানিয়েছেন, মে মাসে অস্ট্রেলিয়ার ১০টি শৃঙ্গে চড়ে বিশ্বরেকর্ড করার চেষ্টা করবে তার ছেলে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাউন্ট,কিলিমাঞ্জারো,সর্বোচ্চ পর্বত,পর্বতারোহী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist