reporterঅনলাইন ডেস্ক
  ১৬ এপ্রিল, ২০১৮

নিজ গায়ে আগুন ও মৃত্যুর মাধ্যমে প্রতিবাদ!

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদের সময় নিউইয়র্কের এক পার্কে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন এক মার্কিন আইনজীবী। এরপর ব্রুকলিনের প্রস্পেক্ট পার্কে পাওয়া যায় ৬০ বছর বয়সী ডেভিড বাকেলের মরদেহ।

মৃত্যুর আগে লিখে যাওয়া চিরকুটে আইনজীবী বাকেল লিখেছেন, ‘জৈব জ্বালানি ব্যবহার করে মানবজাতি পৃথিবীর যে ক্ষতি করেছে তারই প্রতীকী প্রতিফলন হবে তার এই মৃত্যুতে।খবর সিএনএনের।

ডেভিড বাকেল তার চিরকুটে লিখেছেন, ‘অধিকাংশ মানুষই এখন দূষিত বায়ু গ্রহণ করে এবং সময়ের আগেই মারা যায়। আমরা আমাদের কত বড় ক্ষতি করছি তা জৈব জ্বালানি দিয়ে আমার এই অকাল মৃত্যুর মাধ্যমে প্রতিফলিত হবে।’

অন্যদিকে সমকামী ও হিজড়াদের অধিকার আদায়-সংক্রান্ত আইনি কার্যক্রমের জন্য খ্যাতনামা ছিলেন বাকেল। পরে তিনি একাধিক পরিবেশবাদী সংঘের সঙ্গে কাজ করেছেন। পত্রিকাটি জানিয়েছে তার দেহ খুঁজে পাওয়ার আগে একাধিক সংবাদ সংস্থার কাছে এই চিরকুট মেইল করেন এই আইনজীবী।

সুইসাইড নোটে আরো লিখেন, ‘যেসব অন্যায়ের প্রতিবাদ করার আর কোনো পথ খোলা থাকে না সেসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এর আগেও অনেকে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।’

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জলবায়ু পরিবর্তন,প্রতিবাদ,মার্কিন আইনজীবী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist