reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

স্ত্রীর মূর্তিতে স্বামীর পূজা!

স্ত্রীর অন্তিম ইচ্ছাতেই গ্রামে মন্দির স্থাপন করেছিলেন রাজু ওরফে রাজুস্বামী। এতেই ক্ষান্ত হননি ভারতের কর্ণাটক রাজ্যের এই প্রেমিক স্বামী। মন্দির তৈরি করে সেখানে স্ত্রীর মূর্তিও স্থাপন করেন। প্রতিদিন রাজুর পূজা পায় স্ত্রীর এই বিগ্রহটি। রাজু বলেন, ‘আমাদের ভালোবাসা স্বর্গীয়।’

২০০৬ সালে মন্দির প্রতিষ্ঠা করেন কৃষিজীবী রাজু। নিজ হাতেই গড়েছেন স্ত্রীর মূর্তি। তবে শুধু স্ত্রী নয়, এ মন্দিরে পূজিত হন শনিশ্বরা (শনি দেবতা), সিদ্দাপাজ্জি, নবরাগ ও দেবতা শিব।

রাজু তো পূজা দেন স্ত্রীর মূর্তিতে। কিন্তু তার এই সাধনা অনেকেরই কৌতূহলের বিষয়ে পরিণত হয়েছে। তাঁর কৃষ্ণপুর গ্রামে দূর-দূরান্ত থেকে লোকজন আসেন। তারা রাজুর ‘রাজাম্মা’ মন্দির দেখতে আসেন। রাজু এমন বলতেই পারেন। কারণ, এক যুগ হয়ে গেছে, পূজা বাদ যায়নি এক দিনও।

রাজু বলেন, ‘বিয়ের কিছুদিন পর আমার স্ত্রী বলেন, তিনি চান আমি গ্রামে একটি মন্দির স্থাপন করি। মন্দির বানানো শুরু করলাম। কিন্তু এর আগেই স্ত্রী মারা গেলেন। তখনই সিদ্ধান্ত নিলাম, মন্দিরে স্ত্রীর মূর্তিও থাকবে।’

মন্দিরে নিজের স্ত্রীর মূর্তি রাখার সিদ্ধান্তের বিরোধিতা করেন গ্রামবাসীর অনেকেই। তবে রাজু তার সিদ্ধান্তে অনড়। তার কথা, ‘আমার স্ত্রী তাঁর মৃত্যুর বিষয়টি আগেই টের পেয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল এ মন্দির। একধরনের আধ্যাত্মিক শক্তি ছিল। আর এসবের জন্যই আমি তার মূর্তি বানিয়েছি, পূজাও করছি।’

অন্যদিকে রাজু। তিন একর জমির মালিক। যে স্ত্রীর জন্য রাজুর ভালোবাসার এই বিরল প্রকাশ, তাকে ঘিরে কিন্তু ভিন্ন ঘটনাও আছে। রাজুর সেই স্ত্রী ছিলেন তার বোনের মেয়ে বা ভাগনি। রাজু বলেন, ‘আমার মা-বাবা এই বিয়ের তীব্র বিরোধিতা করেন। তবে আমার বোন বা ভগ্নিপতি কেউ এর বিরোধিতা করেনি।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্ত্রী,পূজা,স্বামী,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist