reporterঅনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি, ২০১৮

শাড়ি নয়, বোরকা পরুন!

মুসলিম নারীদের শাড়ি নয়, বাধ্যতামূলকভাবে বোরকা পরতে হবে। এমনই মত দিয়েছেন পাকিস্তানের জামিয়ার উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ)-এর সেনেটর মুফতি আবদুল সাত্তার। বিরোধী মুত্তাহিদা কোয়ামি (এমকিউএম) সেনেটর নাসরিন জালিলের পরনের শাড়ি লক্ষ্য করে এমন কটু মন্তব্য করেন তিনি।

মুফতি আবদুল সাত্তার বলেন, ‘এমকিউএমর সিনেটর জনপ্রতিনিধি নাসরিন জালিল। তিনি যা পড়বেন, মানুষ তাকেই অনুসরণ করবে। তাই মুসলিম নারী হিসেবে তার শাড়ি পরা উচিৎ হয়নি। তার অবশ্যই বোরকা পরা উচিত ছিল। মুসলিম নারী হিসেবে তার উচিৎ ছিল শরীরের প্রতিটি অংশ ঢাকা। যা তিনি করেননি।’

সাত্তারের দাবি, বোরকা না পড়ে টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়েছেন নাসরিন জালিল। হাজার হাজার মানুষ তাকে দেখেছে। তাদের কাছে ভুল বার্তা পৌঁছাল পোশাকের জন্য। পাশাপাশি একজন নারী হিসেবে অনেক বেশি ভদ্র পোশাক তার পরা উচিৎ ছিল।

তবে তার এই মন্তব্যের কড়া সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটার জুড়ে নিন্দার ঝড় উঠেছে। পোশাক নিয়ে বিভেদ তৈরির চেষ্টা হচ্ছে বলে সমালোচনার মুখে পড়েছেন সাত্তার। শাড়ি অত্যন্ত ভদ্র পোশাক ও সব সম্প্রদায়ের নারীরা্ই এটি পরতে পারেন বলে দাবি উঠেছে টুইটারজুড়ে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বোরকা,শাড়ি,পাকিস্তান,মুসলিম নারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist