reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ডিসেম্বর, ২০১৭

পুঁজিবাজারের লেনদেন তলানিতে

পুঁজিবাজারের লেনদেন কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। বাংলাদেশের দুই পুঁজিবাজারেরই একই অবস্থা। সপ্তাহের প্রথম দিন আজ রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ৩৩৮ কোটি ২৭ লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসইতে নতুন সার্বিক সূচক ডিএসইএক্স চালুর পর গত ২ বছরে মধ্যে এই লেনদেন সর্বনিম্ন। এর আগে ২০১৫ সালের ১১ অক্টোবর ৩৩৮ কোটি ৪৮ লাখ টাকা লেনদেন হয়েছিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও কমে ২০ কোটি টাকায় নেমে এসেছে। আজ ২ বাজারেই লেনদেনের পাশাপাশি মূল্যসূচক কমেছে। ডিএসইতে কমেছে ১৭ পয়েন্ট; সিএসইতে কমেছে ৩২ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বেশ কিছুদিন ধরেই লেনদেনে ধীর গতি চলছে পুঁজিবাজারে। গত সপ্তাহজুড়েই ডিএসইতে লেনদেন ছিল ৫০০ কোটি টাকার নিচে। আজ তা আরও কমে নেমে এসেছে ৩৩৮ কোটি ২৭ লাখ টাকায়, যা গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ৬৪ কোটি ৪২ লাখ টাকা কম। লেনদেনে অংশ নিয়েছে ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ দশমিক ৯২ পয়েন্ট কমে ৬ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে একহাজার ৩৭৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২৩৯ পয়েন্টে। সিএসইতে ২০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সার্বিক সূচক সিএএসপিআই ৩২ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৪১ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১২৮টির এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুঁজিবাজার,লেনদেন,তলানিতে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist