reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ডিসেম্বর, ২০১৭

ফেনীর প্রতিবন্ধীদের তৈরি পণ্য যাচ্ছে ইউরোপে

প্রতিবন্ধীদের তৈরি পণ্য যাচ্ছে ইউরোপে। আর এই কাজটি সফল করছেন ফেনীর বন্ধুয়াদৌলতপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধীরা। ইউরোপ, আমেরিকা, জাপানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের তৈরি পণ্য রফতানি হচ্ছে। শহরের উপচে পড়া ভিড় এড়িয়ে গ্রামভিত্তিক শিল্প স্থাপন করার মানসিকতা নিয়ে ২০০০ সালে জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়াদৌলতপুর গ্রামের কাজী জামাল উদ্দিন একটি সেলাই মেশিন নিয়ে তার বসতঘরে এ প্রকল্পের কাজ শুরু করেন।

স্ত্রী ও তার একক চেষ্টায় বর্তমানে ৪০ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত কাজী লেদার ফ্যাক্টরি ও ট্রেনিং সেন্টার চালু রয়েছে। এ কারখানায় ২৮ শারীরিক প্রতিবন্ধীসহ ৭০ শ্রমিক কাজ করছে। এ কারখানায় হাতে তৈরি স্কুল ব্যাগ, অফিসিয়াল ব্যাগ, মহিলাদের ভ্যানিটি ব্যাগ, মানিব্যাগ, বেল্টসহ ফ্যাশনেবল পণ্য দেশের বাজারের পাশাপাশি ইউরোপ, আমেরিকা, দুবাই, মালয়েশিয়ায় স্বল্প পরিসরে রফতানি হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

কোয়ালিটি কন্ট্রোল করায় এ কারখানার উৎপাদিত পণ্য বিদেশের বাজারে চাহিদা রয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতিবন্ধীদের তৈরি পণ্য,প্রতিবন্ধী,ফেনী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist