reporterঅনলাইন ডেস্ক
  ১১ ডিসেম্বর, ২০১৭

প্রতিবন্ধী চাকরি মেলায় নিয়োগপত্র পেলেন ১০০ জন

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের কাজের দক্ষতা ও সামর্থ্যরে বিষয়ে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে জানাতে রাজধানীতে চাকরি মেলা হয়েছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই চাকরি মেলার আয়োজন করে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক, ক্যাম্পেইন ফর এডুকেশন এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন।

মেলায় প্রতিবন্ধীদের নিয়োগে আগ্রহী এমন ২০টি প্রতিষ্ঠানের কাছে জীবনবৃত্তান্তসহ অংশ নিয়ে সাক্ষাৎকার দেন প্রায় ৫০০ জন চাকরিপ্রার্থী।

আয়োজকরা জানান, প্রতিবন্ধী জনবলের কর্মসংস্থান সৃষ্টি, তাদের দক্ষতা ও সামর্থ্যের বিষয়ে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে অবহিত করা এই মেলার প্রধান উদ্দেশ্যে। প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান সম্পর্কে সচেতনতা বাড়ানো আরেকটি প্রধান উদ্দেশ্য।

সাক্ষাৎকারের পর মেলা চলাকালীনই প্রায় ১০০ আবেদনকারী নিয়োগপত্র পেয়েছে জানিয়ে তারা বলছেন, তবে বেশির ভাগ প্রতিষ্ঠানই মেলায় প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে পরে বাছাই করা পছন্দের প্রার্থীদের কাছে নিয়োগপত্র পাঠানো হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতিবন্ধী,প্রতিবন্ধী ব্যক্তি,চাকরি মেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist